কয়েকদিন আগে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি দম্পতির নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন শার্লিন চোপড়া।
মামলা প্রসঙ্গে শার্লিন চোপড়া সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “রাজ আমার ওপর যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’
শুধু তাই নয়, শার্লিন রাজ কুন্দ্রার সঙ্গে সঙ্গে শিল্পা শেঠির বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ এনেছিলেন।
সেই মামলার বিরুদ্ধেই এবার পাল্টা জবাব দিলেন রাজ-শিল্পা।
শার্লিন চোপড়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তারা।
রাজ-শিল্পার আইনজীবীর পক্ষ থেকে জানা গিয়েছে শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছেন এই দম্পতি।
২০২১ সালের এপ্রিলে রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছিলেন শার্লিন চোপড়া। সেই মামলারই তথ্য এতদিন পর সামনে এলো।