ভক্তদের কাছে ফিরলেন শাবনূর

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম | 2023-08-27 17:56:57

নিজের হ্যাকড হওয়া ইউটিউব, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফেরত পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। কেবল তার ইউটিউব চ্যানেলটিই এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক একাউন্টের এক পোস্টে আজ (১৪ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেছেন তিনি।

শাবনূর লেখেন, “প্রিয় বন্ধু ও অনুসারিবৃন্দ, আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ এখন আমার কাছে। তবে হ্যাকিংয়ের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটা ফেরত পাচ্ছি না।’

এর আগে, গত ২ অক্টোবর শাবনূর ফেসবুক পেজ, ইউটিউব ও ইনস্টগ্রাম হ্যাকড কথা জানান।

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াতে বসবাস করে আসছেন শাবনূর। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সক্রিয় ছিলেন না তিনি। দেশে তার অগণিত ভক্ত ও দর্শকদের থেকে এক প্রকার বিচ্ছিন্নই ছিলেন তিনি। সম্প্রতি সক্রিয় হওয়ার পরই হ্যকারদের দ্বারা এ বিপত্তিতে পড়লেন তিনি।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এ নায়িকা বলেন, “যদিও হ্যাকাররা আমার চ্যানেল নষ্ট করেছে কিন্তু তারা আমাকে আপনাদের থেকে দূরে রাখতে পারবে না। ইনশাআল্লাহ, শিগগিরই আমি আমার ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে ফিরে আসব।’

 

 

এ সম্পর্কিত আরও খবর