পূজায় মুক্তি পেতে যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘বানি’। এরইমধ্যে আরও একটি ছবির কাজ শুরু করে দিয়েছেন এই অভিনেতা-নির্মাতা।
পরমব্রত পরিচালিত নতুন ছবিটির নাম ‘অ্যান্টিডোট’। এতে পুলিশের চরিত্রে পাওয়া যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তার বিপরীতে থাকবেন শুভশ্রী।
সব ঠিক থাকলে এবারই প্রথম পরিচালক পরমব্রতর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অঙ্কুশ। তবে প্রযোজক পরমব্রত সঙ্গে ‘এফআইআর’ ছবিতে কাজ করেছেন এই অভিনেতা।
সন্তানকে বাঁচাতে বাবা কতদূর যেতে পারে, সেই কাহিনি দেখানো হবে ‘অ্যান্টিডোট’-এ। সবশেষ কী হয়, তা চিত্রনাট্য সম্পূর্ণ হলেই জানা যাবে। আপাতত গল্প একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। চিত্রনাট্য তৈরি হলে তাতে কিছু পরিবর্তনও হতে পারে বলে জানা গেছে।