মাদককাণ্ডে গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে।
ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ১ দিন এনসিবি হেফাজতে রাখা হয়েছিলো তাদের।
সোমবার (৪ অক্টোবর) ফের আদালতে তোলা হয় তাদের।আদালত তিন অভিযুক্তকেই ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি’র হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
একইদিন সকালে অভিযুক্তদের মেডিকেল টেস্ট করা হয়েছে। সঙ্গে করোনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সোয়াব স্যাম্পলও।
এদিন আদালতে আরিয়ান, আরবাজ ও মুনমুন ছাড়াও আরও ৬ জনকে হাজির করা হয়েছিলো। যারমধ্যে একজন গ্রেফতার হয়েছেন সোমবার সকালেই। ওই ব্যক্তিকে গ্রেফতার করার সময় তাঁর কাছ থেকে বেশ ভালো পরিমাণ মাদক উদ্ধার হয়েছে বলেই আদালতকে জানিয়েছে নঅ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং।
আদালতের কাছে অনিল সিং জানান, ‘এনসিবি’র পক্ষ থেকে আরিয়ানের ফোন আটক করা হয়েছে। সেখানে অনেক সন্দেহজনক চ্যাট আছে যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মাদক ডিলারদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তাই সকলকে একসঙ্গে বসিয়ে এনসিবি-র দফতরে জেরা করা খুব দরকার।’