নতুন অতিথি আসতে যাচ্ছেন বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা ও তার স্ত্রী আকৃতি আহুজার ঘরে। শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন এই দম্পতি।
শুক্রবার (৪ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অপারশক্তি খুরানা।
শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, স্ত্রী আকৃতির বেবিবাম্পে চুমু দিচ্ছেন অপারশক্তি খুরানা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, “লকডাইনে কাজের কোনো বিস্তৃত করতে পারলাম না তাই আমাদের মনে হলো পরিবারই বিস্তৃত করা উচিত।”
অপারশক্তির বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তাকে শুভকামনা জানিয়েছেন কার্তিক আরিয়ান, নীনা গুপ্তা, হুমা কুরেশিসহ বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা।
২০১৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অপারশক্তি খুরানা ও আকৃতি আহুজা। এরপর ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি।