ভালোবেসে ১৯৯১ সালে নিজের থেকে ১৩ বছরের বড় অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। সারা আলি খান ও ইব্রাহিম খান নামে তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু ২০০৪ সালে সংসার জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি।
অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কারিনা কাপুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সাইফ আলি খান। এই তারকা দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু জানেন কী কারিনার আগে ইতালিয়ান মডেল রোজা কাতালানোর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সাইফ
কেনিয়াতে প্রথম দেখা হয়েছিলো সাইফ-রোজার। আর প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপর ভালোবাসার টানে ভারতে আসেন রোজা। সেসময় ইতালিয়ান এই মডেল জানতে পারেন তিনি আগে বিবাহিত এবং দুই সন্তানের বাবা। এমনকি সারা ও ইব্রাহিমের সঙ্গে ভালো সম্পর্কেও তৈরি করে ফেলেছিলেন রোজা। কিন্তু কোনো সম্পর্কই খুব বেশিদিন স্থায়ী হয়নি।
দুই বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমের সম্পর্কের ইতি টানেন রোজা-সাইফ।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রোজা বলেছিলেন, “নিজেকে জিজ্ঞাসা করেছিলাম কী, কেনো এবং কীভাবে ঘটনাগুলো ঘটেছে। তবে একজন ব্যক্তি বড়সড় ধাক্কা খাওয়ার পরই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারে। তাছাড়া আপনি জানেন না যে অন্যান্য লোকেরা কী ভাবছে বা করছে। কেবলমাত্র একজন ব্যক্তি এটি করতে পারবেন না কারণ চেষ্টাটি উভয় পক্ষের হতে হয়। আসলে কিছু কাজ করতে দু’জন লোক লাগে। অন্যথায় এটি একই নৌকোতে যাওয়ার মতো যেখানে এক ব্যক্তি ডানদিকে যেতে চায় এবং অন্য ব্যক্তি বামে যেতে চায়।”
রোজাকে নাকি ভরণপোষণ দিতেন সাইফ আলি খান। তবে এটিকে গুঞ্জন উল্লেখ করে রোজা বলেছিলেন, “আর্থিকভাবে সাইফ আমাকে কখনও সাহায্য করেননি। আমার ভারতে অবস্থান করার এক কারণ হলো কারণ আমি কাজ করতাম। যাতে করে আমি আমার বিলগুলো পরিশোধ করতে এবং ভাড়াটি দিতে পারি। আমি পুনরায় বলছি, কেউ ভারতে আমার বিল পরিশোধ করেনি।”
কিন্তু কেনো ভেঙেছিলো সাইফ-রাজার সম্পর্ক? এ প্রসঙ্গে ডিজাইনার সুচিশমিতা দাশগুপ্ত বলেছিলেন, “সম্পর্কটি ভেঙে যাওয়ার পর কান্নায় একদম ভেঙে পড়েছিলেন রোজা। কিন্তু তিনি সাইফের মুডের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। কেননা তিনি যখন কাজ করতেন একেবারে ভিন্ন মানুষে পরিণত হয়ে যেতেন তিনি। এমনকি দিনের পর দিন রোজার সঙ্গে কথা বলতেন না।”