বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের হাত ধরে ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ফাতিমা সানা শেখ।
আর যদি কোনো নায়ক অথবা নায়িকার অভিষেক সালমান, শাহরুখ অথবা আমির খানের হাত ধরে হয় তাহলে তো কথাই নেই। খ্যাতির স্পটলাইটে থাকার পাশাপাশি সেই তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উপচে পড়বে অর্থ।
তাই হিসেবে করলে দেখা যায় ফাতিমার ক্ষেত্রেও এই একই জিনিস হওয়ার কথা। কেননা তার বলিউড অভিষেক হয়েছে আমির খানের হাত ধরে। কিন্তু এই অভিনেত্রীর মুখে শোনা গেলো অন্য সুর।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দঙ্গল’ ছবির এই অভিনেত্রীর একটি ভিডিও। যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। কিন্তু কী এমন ছিলো সেই ভিডিওতে?
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের রাস্তায় ক্যাজুয়াল পোশাক ও মুখে মাস্ক পরে হেঁটে আসছেন ফাতিমা সানা শেখ। রাস্তার মাঝে এক পাপারাজ্জির করা প্রশ্নের উত্তরে কোনও রাখঢাক না রেখে ফাতিমা জানান, ‘এই মুহূর্তে আমার হাতে কোনও কাজ নেই। ফলে রোজগারও নেই। যাকে বলে পুরোপুরি বেকার বসে রয়েছি। তবে করোনার প্রোকোপ যখন কমবে আর ফের একবার বলিপাড়ায় কাজ শুরু হবে বাকিদের মতো আমিও কাজ পাবো!’
গত বছর নেটফ্লিক্সে ‘লুডো’ এবং ‘সূরাজ পে মঙ্গল ভারি’ এই দুটি ছবিতে দেখা গেছে ফাতিমা সানা শেখকে।