পর্দায় একসঙ্গে এই জুটি বরাবরই ম্যাজিক দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফের একবার রূপালি পর্দায় দেখা যাবে মা-মেয়ের ম্যাজিক। কথা হচ্ছে অপর্ণা সেন ও তার মেয়ে কঙ্গনা সেন শর্মাকে নিয়ে।
‘দ্য রেপিস্ট’ নামে একটি ছবি নির্মাণ করছেন অপর্ণা সেন। মায়ের পরিচালিত ছবিতেই প্রধান চরিত্রে পাওয়া যাবে কঙ্কনা সেনকে। এছাড়াও দেখা যাবে অর্জুন রামপালকে।
ছবির ঘটনা তিন প্রধান চরিত্রকে নিয়ে। এক ভয়ংকর ঘটনার মাধ্যমে তাদের একে অপরের জীবন জড়িয়ে যায়। অপরাধ হলে ভিক্টিম যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন পরিচালক।
ইতিমধ্যে ছবিতে অর্জুন রামপালের দৃশ্যের শুটিং শেষ হয়ে গেছে। মার্চ মাসে শুটিং শেষের পর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে অপর্ণা সেনকে ধন্যবাদ জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।