ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ছবিটি বক্স অফিসে সফলতার মুখ দেখলেও দর্শকদের প্রশংসা কুড়াতে পারেনি। ছবিটি মুক্তির পর থেকে এটি নিয়ে বয়ে যাচ্ছে আলোচনা-সমালোচনার ঝড়। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন সালমান খানের বাবা সেলিম খান।
ছেলের ছবি বলে সেটি খারাপ হলেও ভালো বলে প্রশংসা করবেন এমনটি মোটেও করেননি সেলিম খান। বরং ছেলের ছবির সমালোচনা করে তিনি বলেন, ‘রাধে’ মোটেই তেমন পছন্দ হয়নি তার।
এক সাক্ষাৎকারে সেলিম খান বলেছেন, “কর্মাশিয়াল ছবির একটা দায় থাকে। সকলে যাতে পয়সা ফেরত পান, সে দায়িত্ব থাকে। শিল্পী, প্রযোজক, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর, শেয়ারের প্রত্যেক অংশীদারের টাকা ফেরত পাওয়া উচিত। তবেই তো সিনেমা তৈরির ব্যবসা চলবে। সেদিক দিয়ে দেখতে গেলে সালমান সফল কিন্তু এছাড়া আহামরি কিছু নয় ‘রাধে।”
আক্ষেপ করে সেলিম খান আরও বলেন, “আজকালকার চিত্রনাট্যকাররা কেউই আর তেমন হিন্দি এবং উর্দু ভাষার সাহিত্য নিয়ে চর্চা করেন না। বাইরে থেকে অন্য কিছু একটা দেখে লেখা শুরু করে দেন তারা।”
সাক্ষাৎকারে ছেলের টান টেনে তিনি জানান, “জঞ্জির’ ভারতীয় সিনেমার একটা মাইলফলক। ওই ছবি মুক্তির পর তৎকালীন সময়ের সিনেমাকে নতুন দিশা দেখিয়েছিলো। তারপর অবশ্য এত বছর পরেও ইন্ডাস্ট্রি সেলিম-জাভেদ জুটির কোনও বিকল্প খুঁজে পায়নি। তাই শুধু সালমান আর কী করবে?”
প্রভুদেবা পরিচালিত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’তে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাতানি। আরও দেখা গেছে জ্যাকি শ্রফ ও রণদীপ হুদাকে।