ফের প্রেমের জলে হাবুডুবু খাচ্ছেন বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত কয়েকদিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিতে। এমনকি গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দু’জনকে।
সাবেক এই প্রেমিক-প্রেমিকা বর্তমানে মায়ামিতে রয়েছেন। সেখানেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দু’জনে। তাছাড়া মায়ামির ফ্লোরিডা অঞ্চলে তারা যে রিসোর্টে অবস্থান করছেন তার কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে।
এবার প্রকাশ্যেই সাবেক স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে তাদের সম্পর্কের গুঞ্জনকে বাড়িয়ে দিলেন জেলো।
মায়ামির এক জিমে বেন-জেনিফারকে একসঙ্গে ব্যায়াম করতে দেখেছেন এক ব্যক্তি। সেই প্রতক্ষ্যদর্শীর মতে জিমের মধ্যেই ব্যায়াম করার ফাঁকে ঘনিষ্ঠভাবে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন তারা। সেই ব্যক্তির কথায় ‘কোনও কিছুই লুকোনোর চেষ্টা করছিলেন বেন-জেনিফার।’
২০০২ সালে জেনিফার ও বেন সম্পর্কে থাকলেও ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে সম্প্রতি অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন জেনিফার।
অন্যদিকে, গত জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে নিজের সম্পর্কে ইতি টেনেছেন বেন।