অসুস্থ অনুরাগ কাশ্যপ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো জনপ্রিয় এই নির্মাতা-অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- গত সপ্তাহে বুকে যন্ত্রণা শুরু হওয়ায় হাসপাতালে যান অনুরাগ কাশ্যপ। এরপর অ্যানজিওগ্রাফি রিপোর্টে তার হার্টে বেশ কিছু ব্লকেজ ধরা পড়ে। তাই দেরি না করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।
অনুরাগের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে তার মুখপাত্র জানান, আপতত বিশ্রামে আছেন এই নির্মাতা। চিকিৎসকরা তাকে কাজে যোগ দেওয়ার আগে এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন তিনি।
আপতত ‘দোবারা’র পোস্ট প্রোডাকশন নিয়ে ব্যস্ত অনুরাগ। গত মার্চ মাসেই এই ছবির শুটিং শেষ করেছেন তিনি। ছবিতে লিড রোলে রয়েছেন তাপসী পান্নু ও পাভেল গুলাটি।