করণ জোহরের ‘দোস্তানা টু’ থেকে কিছুদিন আগেই বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। এবার শোনা যাচ্ছে- শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের আসন্ন ছবি ‘ফ্রেডি’ থেকেও বাদ দেওয়া হয়েছে বলিউডের এই অভিনেতা।
পরিচালক অজয় বহেলের ‘ফ্রেডি’ ছবির মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধার কথা ছিলো কার্তিক-ক্যাটরিনার। গত মার্চে এমনটাই ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু সেই ছবি থেকে হঠাৎ বাদ পড়লেন কার্তিক।
জানা গেছে, ‘ফ্রেডি’র চিত্রনাট্য শুনে হ্যাঁ বলার পরেও স্ক্রিপ্টে বেশকিছু পরিবর্তন করতে চান কার্তিক আরিয়ান, এই ক্রিয়েটিভ ডিফারেন্সের জেরেই নাকি সরে যেতে হলো তাকে।
এখানেই শেষ নয়, চুক্তিপত্রও স্বাক্ষর করে ফেলেছিলেন কার্তিক। দুই কোটি রুপি সাইনিং অ্যামাউন্টও নিয়েছেন। কিন্তু ছবি থেকে বাদ পড়ায় ইতিমধ্যে সেই অ্যামাউন্ট রেড চিলিজকে ফিরিয়ে দিয়েছেন তিনি।
যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি রেড চিলিজ বা কার্তিক আরিয়ান।
পরপর দুটি ছবির কাজ হাতছাড়া হয়ে যাওয়ায় উদ্বিগ্ন কার্তিক আরিয়ানের ভক্তরা। তবে শিগগিরই নেটফ্লিক্সের ‘ধামাকা’য় দেখা যাবে তাকে। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে ‘ভুলভুলাইয়া টু’-এর মতো প্রোজেক্ট।