অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গিয়েছে মহেশ মাঞ্জরেকর পরিচালিত ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির তারিখ। সালমান খান ও আয়ুশ শর্মা অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো গত অক্টোবরে।
করোনাভাইরাস মহামারির কারণে প্রেক্ষাগৃহ বন্ধ থাকা, সিনেমা হলে গিয়ে দর্শকদের ছবি দেখতে না-চাওয়াই ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এর মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার প্রধান কারণ বলে জানিয়েছে নির্মাতারা।
‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’-এ একজন শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সালমানকে। অন্যদিকে আয়ুষ শর্মাকে দেখা যাবে গ্যাংস্টারের ভূমিকায়।
বর্তমানে সালমান নিজেকে প্রস্তুত করছেন ‘টাইগার থ্রি’র জন্য। যেখানে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমির সঙ্গে কাজ করবেন তিনি। এছাড়াও জ্যাকলিনের সঙ্গে ‘কিক টু’ এবং পূজা হেগড়ের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র শুটিং করারও কথা আছে ভাইজানের।