‘বাহুবলী’ ছবির গল্পকার কেভি বিজয়েন্দ্র প্রসাদের লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে ‘রামায়ণ’ তৈরি করতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। সেই ছবিতে রাবণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে রণবীর সিংকে।
অলৌকিক দেশাই পরিচালিত ছবির নাম হতে যাচ্ছে ‘সীতা’ এবং ছবিতে রামায়ণের ঘটনাকে দর্শকদের সামনে পেশ করা হবে সীতার দৃষ্টিভঙ্গি থেকেই।
জানা গেছে, ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের জন্য কারিনা কাপুর খান এবং আলিয়া ভাটের মধ্যে যে কোনও একজন অভিনেত্রীকে প্রস্তাব দিতে পারেন ছবির নির্মাতারা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।
বলিউড ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন চলছে আকাশছোঁয়া বাজেটের অঙ্কে তৈরি হতে চলেছে ‘সীতা’। ছবির ধরণ ধারণ নাকি প্রায় টেক্কা দেবে ‘বাহুবলী’কে!
‘সীতা’র চরিত্রে কারিনা ও আলিয়া নিয়ে দ্বন্দ্ব থাকলেও রাবণের ভূমিকায় নাকি রণবীরকেই চাইছেন পরিচালক-প্রযোজক।
যদি ওদিকে কারিনা রাজি হন সীতার জন্য এবং এদিকে রণবীর তাহলে প্রথমবার বড়পর্দায় দর্শকরা একসঙ্গে দেখতে পাবে রণবীর-কারিনাকে। যদিও এর আগে বনসালির ‘রাম লীলা’ ছবিতে একসঙ্গে কাজ করার কথা ছিলো এই দুই তারকার। তবে সেইসময়ে রণবীরের বিপরীতে কাজ করতে চাননি বেবো (কারিনার ডাকনাম)!