সাদাতের সঙ্গে আমান-তমা, কিন্তু কেন!

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-30 17:08:56


‘গহীনের গান’, কন্ঠশিল্পী আসিফ আকবরের ৯টি গানের সমন্বয়ে নির্মিতব্য সাদাত হোসাইনের মিউজিক্যাল ফিল্ম। এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কন্ঠশিল্পী নিজেই।

এছাড়াও থাকছেন- তানজিকা আমিন, হাসান ইমাম, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন সহ আরও অনেকেই।

‘গহীনের গান’-এ এবার এসেছে নতুন চমক।


দীর্ঘদিন ধরেই বিরতি নিয়ে নিয়ে কাজ চলছে ‘গহীনের গান’-এর।

এর আগেই নির্মাতা সাদাত জানিয়েছিলেন-

এই মিউজিক্যাল ফিল্মের আরো গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় নিয়ে থাকছে চমক। তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি।

সেই থেকেই অপেক্ষা আর কৌতুহল ছিলো ভক্তদের মনে।

কারা হতে পারে সেই দুটি মুখ!


এমন বিস্ময়ের রেশ বোধহয় কাটলো এবার।

খবর এসেছে, ‘গহীনের গান’ মিউজিক্যাল ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা।

তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির দারুণ অভিজ্ঞতা।

সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আরও একজন।

তিনি আমান রেজা।


গতকাল (০৪ অক্টোবর ২০১৮) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় চুক্তিপত্রে স্বাক্ষর করেন তারা।

এ প্রসঙ্গে তমা মির্জা বলছেন-

গল্পভিত্তিক একটা সিনেমা। এ গল্পে নিজেদের জীবনকাহিনী খুঁজে পাওয়া যাবে অনেকটা। আমার সঙ্গে জুটি হিসেবে থাকবে আমান রেজা। আজই চুক্তিবদ্ধ হলাম নতুন এ ছবিতে। আগামী ৯ অক্টোবর থেকে এ ছবির শুটিং হবে আশা করি।

সাদাত হোসাইন, নির্মাতা

‘গহীনের গান’-এর নির্মাণই শুধু নয়, এর গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন সাদাত হোসাইন।

একটি গানও লিখেছেন তিনি।

তার আশা-

আসিফ আকবরের একদমই ভিন্ন ধরনের নতুন নয়টি গান নিয়ে নির্মিতব্য এই 'পূর্ণদৈর্ঘ্য মিউজিকাল ফিল্ম' মানুষ কিছুটা হলেও গ্রহণ করবে। বাকীটুকু হয়ে থাকবে শিক্ষা, অভিজ্ঞতা। যা আরও আরও বহুদূরের পথ পাড়ি দেয়ার অনুপ্রেরণা, শক্তি হয়েই রইবে।

আরও পড়ুনঃ

বড় পর্দায় সাদাত হোসাইনের অভিষেক

হ্যালো খান সাহেব..

গায়ক যখন পরিচালক

মনে পড়ে তাদের কথা?

দুই প্রজন্ম একপর্দায়, আজ থেকেই

এ সম্পর্কিত আরও খবর