বলিউডের সফল ফ্রঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম সালমান খান অভিনীত ‘দাবাং’। ছবিটি যেমন দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে, ঠিক একইভাবে এর গানগুলোও পেয়েছে দারুণ জনপ্রিয়তা।
বিশেষ করে ‘দাবাং’ ছবির ‘মুন্নি বদনাম হুয়ি’ গানটি হয়েছিলো সুপার-ডুপার হিট। গানটির তালে আইটেম কন্যা মালাইকা আরোরার নাচও ছিলো অসাধারণ।
চমকপ্র তথ্য হলো- ইংল্যান্ডের স্কুলে এবার পড়ানো হবে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান।
ইংল্যান্ডের মিউজিক স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে ‘দাবাং’ সিনেমার গানটি। সম্প্রতি ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
‘মুন্নি বদনাম হুয়ি’র পাশাপাশি আরও একাধিক গান ইংল্যান্ডের মিউজিক স্কুলগুলোর পাঠ্যক্রমে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরী অমনকরের ‘সহেলি রে’, আনুশকা শংকরের ‘ইন্ডিয়ান সামার’ এবং এ আর রহমানের অস্কারজয়ী গান ‘জয় হো’।
ভারতীয় গানের বৈচিত্র বোঝাতেই এতো ভারতীয় গান সে দেশের স্কুলের পাঠ্যক্রমে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।