করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির শুটিং। এই ছবিটির মধ্য দিয়েই প্রায় তিন বছর পর বড়পর্দায় পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান।
এদিকে, ‘পাঠান’র শুটিং বন্ধ হওয়ার পরই জানা গেলো সেই ছবির সঙ্গে যুক্ত এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
‘পাঠান’ টিমের সদস্যর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানার পরই আইসোলেশনে চলে গিয়েছেন শাহরুখ খান।
জানা গেছে- করোনা আক্রান্ত সেই সদস্যকে আন্ধেরিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া সেটের বাকি সবাইকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।