গত বছর নেটফ্লিক্সের মুক্তি পেয়েছিলো ‘বুলবুল’। ছবিটি প্রযোজনা করেছে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস।
সম্প্রতি আরও একবার নেটফ্লিক্সের সঙ্গে হাত মিলিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে সুপারন্যাচারাল থ্রিলার ‘কালা’।
চমকপ্রদ তথ্য হলো- নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া এই ছবিটিতে অভিনয় করেছেন প্রয়াত বলিউড তারকা ইরফান খানের ছেলে বাবিল খান। এই ছবিটির মধ্য দিয়েই অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন ইরফান পুত্র। এতে তার বিপরীতে রয়েছেন তৃপ্তি দিমরি। আরও রয়েছেন স্বস্তিকা মুখার্জী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘কালা’র সেটে করা একটি ভিডিও শেয়ারও করেছেন বাবিল।