‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘তুফান’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল ধাড়াকনে দো’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন ফারখান খান।
ফারহান শুধু একজন অভিনেতা নন, তিনি পরিচালক, লেখক এবং গায়কও। চমকপ্রদ তথ্য হলো- জনপ্রিয় এই অভিনেতার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক।বলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- বিশ্বের অন্যতম বড় আমেরিকান প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিওর একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারহান আখতার। ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য এরইমধ্যে মুম্বাই ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।
বিষয়টি নিশ্চিত করে ফারহানের একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ব্যাংককে চুপিসারে নতুন ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন ফারহান। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন আন্তর্জাতিক শিল্পীরা। তবে মার্ভেল স্টুডিওর এই ছবিতে তিনি কোন চরিত্রে অভিনয় করছেন বা ছবির বিষয় কী তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।