ফের বলিউড ইন্ডাস্ট্রিতে থাবা বসালো করোনাভাইরাস। অক্ষয় কুমার, আমির খান, আলিয়া ভাট, গোবিন্দ, বাপ্পি লাহেড়ীসহ অসংখ্য তারকার পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভিকি কৌশল ও ভূমি পেড়নেকর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে দু’জনেই নিজেদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বলিউডের এই দুই তারকাই চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
করোনা আক্রান্ত ভূমি জানান, তিনি এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করছেন। পাশাপাশি নিজেকে হাসিখুশি রাখারও চেষ্টা করছেন।
এছাড়া করোনাভাইরাসের যে বর্তমান অবস্থা তাতে সকলকে বিষয়টি হালকাভাবে না নিতে মানা করেছেন ভূমি। একইসঙ্গে সকলকে মাস্ক পরার এবং সবসময় হাত স্যানিটাইজ করার অনুরোধ করেছেন তিনি।