নিজের আসন্ন সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য লন্ডনে থাকার কথা ছিলো প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু সকল শুটিং ও ব্যস্ততা থেকে ছুটি নিয়ে আবির খেলায় মেতেছেন বলিউডের এই অভিনেত্রী।
আজ (২৯ মার্চ) হিন্দু ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলি। কিন্তু এ বছর করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি থাকায় শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই দিনটির আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা।
পিছিয়ে নেই প্রিয়াঙ্কা চোপড়াও। মার্কিন মুলুকে শ্বশুর, শাশুড়ি ও স্বামী নিক জোনাসকে নিয়ে দিনটি উদযাপন করছেন বলিউডের এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হোলির বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে শ্বশুর, শাশুড়ি ও স্বামীর সঙ্গে আবির খেলায় মেতে থাকতে দেখা গেছে দেশি গার্লকে।
একই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে সকলকে হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন নিক জোনাসও।