‘পৃথ্বীরাজ’ ও ‘সূর্যবংশী’সহ এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে অক্ষয় কুমারের হাতে। তারই মধ্যে সম্প্রতি ‘আতরাঙ্গি রে’র শুটিং শেষ করেছেন বলিউডের এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘আতরাঙ্গি রে’র একটি লুক শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার নিজেই।
অক্ষয়ের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, লাল ও সোনালি এমব্রয়ডারি করা একটি গলাবন্ধ পোশাক পরে রয়েছেন খিলাড়ি তারকা। তার মাথায় রয়েছে কালো রঙের হ্যাট এবং হাতে ধরা একটি কার্ড।
শেয়ার করা ছবিটির ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, “আতরাঙ্গি রে’র শেষ দিন। আনন্দ কী জাদু তৈরি করেছে তার অভজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। একইসঙ্গে ধন্যবাদ আমার সহশিল্পী সারা ও ধানুশকে।”
আনন্দ এল রাই পরিচালিত ‘আতরাঙ্গি রে’তে অক্ষয় কুমারের পাশাপাশি আরও রয়েছেন সারা আলি খান ও ধানুশ।