ফ্যাশন দুনিয়ার এক পরিচিত নাম মিলিন্দ সোমান। সেই সঙ্গে বলিউডের অভিনেতাও তিনি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ বছর বয়সী এই তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন মিলিন্দ নিজেই।
নিজের শেয়ার করা পোস্টে মিলিন্দ লিখেছেন, “কোভিড-১৯ পজিটিভ।”
পাশাপাশি এই মডেল-অভিনেতা জানিয়েছেন চিকিৎসকের পরামর্শ মেনে বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।