সম্প্রতি মুম্বাইয়ে শুরু হয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ ছবির শুটিং। কিন্তু মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ছবিটির সেটে আগুন লেগেছিলো।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে সম্পূর্ণ সেটটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে সেটে উপস্থিত থাকা সদস্যদের কারও কোনো ক্ষতি হয়নি।
‘আদিপুরুষ’-এ প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও সাইফ আলি খান। কিন্তু অগ্নিকাণ্ডের দিন সেটে উপস্থিত ছিলেন না তারা।
প্রভাস-সাইফের পাশাপাশি ছবিতে আরও রয়েছেন অজয় দেবগণ। ২০২১ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আদিপুরুষ’।