গত বছরের দিওয়ালি উৎসবে পুনেতে ‘অন্তিম’-এর শুটিং শুরু হয়। পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ছবিটির কাজে নেমে পরেন সালমান খান। টানা শুটিং করে মাত্র ৬০ দিনে মহেশ মাঞ্জরেকর পরিচালিত গ্যাংস্টার ড্রামা ‘অন্তিম’-এর কাজ শেষ করলেন বলিউডের এই সুপারস্টার।
‘অন্তিম’-এ সালমান খানকে দেখা যাবে শিখ পুলিশের চরিত্রে এবং তার বোনের স্বামী আয়ুশ শর্মা হাজির হবেন গ্যাংস্টার চরিত্রে।
গত ১০ বছরে সালমান যে কোনও ছবির শুটিং শেষ করেছেন তার মধ্যে এটিই ছিলো সহজ। মোট ৬০ দিনের মধ্যে তিনি প্রায় ৩০ থেকে ৩৫ দিনের জন্য শুটিং করেছেন এবং কয়েক দিনের কিছু প্যাচওয়ার্ক এখনও বাকি রয়েছে যা যথাসময়ে সম্পন্ন হবে।
কিন্তু এতো জলদি কেনো ছবিটির শুটিং শেষ করলেন ভাইজান? জানা গেছে- ‘টাইগার থ্রি’ ও ‘পাঠান’-এর শুটিংয়ের জন্যই ‘অন্তিম’-এর কাজ দ্রুত শেষ করেছেন সাল্লু।