দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন পরিণীতি চোপড়া। সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাবারিয়া জোড়ি’তে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। একই বছর মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ফ্রোজেন টু’র হিন্দি সংস্করণে বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন পরী।
বর্তমানে পরিণীতির ব্যস্ত সময় কাটছে সায়না নেহওয়ালের জীবনী নিয়ে নির্মিত ছবির প্রস্তুতি নিয়ে। এরইমধ্যে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে ছবি ও নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেছেন। শেয়ার করেছেন ভেঙে যাওয়া প্রেমের সম্পর্কগুলোর কথাও।
এ প্রসঙ্গে পরিণীতি চোপড়া বলেন, “আমার সম্পর্কগুলোর মধ্যে কখনও রোমান্স ছিলো না। আমি এমন একজন মেয়ে যে, বাড়িতে ফিরে নাইট স্যুট পরে টিভি দেখি এবং অলসের মতো দিন কাটায়। আমার তিনটি সম্পর্ক ছিলো। প্রতিটিরই স্থায়ীত্ব ছিলো দীর্ঘদিন। কিন্ত...। আমার বয়স এখন ৩১। তবে সবসময় চাই সিঙ্গেল থাকতে। আমার মতে, নিজেকে উন্নত করার জন্য এটিই ভালো দিক। এদিকে, গত কয়েক মাস ধরে যা হয়েছে তাতে মনে হয়ছে জীবন অনেক পরিবর্তনশীল। এই এখন যেমন আমি যখন খুশি তখন ঘুমাতে পারি, চাইলে সারাদিন। আবার যদি ভ্রমণে বের হতে চাই তাহলে বেরিয়ে যেতে পারি। কাজ করতে মন চাইলে করি না চাইলে করি না। আমার জীবনের চলার পথে আমি একা এবং আমি এভাবেই বেঁচে থাকতে চাই।”