‌‘সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই’

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 14:11:44

যদিও আইনি বিয়ে অনেক আগেই সেরে ফেলেছেন মিউজিক্যাল জুটি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষ। তবে আগামী ২ ফেব্রুয়ারি ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। বর্তমানে তারই প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটছে ইমন-নীলাঞ্জনার।


বিয়ের অনুষ্ঠানের ব্যস্ততা থেকে কিছু সময় বের করে প্রি-ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন ইমন-নীলাঞ্জন।


নীলাঞ্জনের সঙ্গে একাধিক রোম্যান্টিক মুহূর্তের ঝলক শেয়ার করে ক্যাপশনে ইমন লিখেছেন- ‌‘সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই।’


জানা গেছে- গায়ে হলুদের অনুষ্ঠানে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী সেজে উঠবেন সোনালি পাড় দেওয়া সাদা রঙের কেরল কটন শাড়িতে। মালাবদল পর্বে টুকটুকে লাল বেনারসিতে দেখা যাবে তাকে। আর লাল-সাদা ধুতি পঞ্জাবিতে ধরা দেবেন নীলাঞ্জন। অভিষেকের ডিজাইনেই পোশাকের সঙ্গে মানানসই গহনায় দেখা যাবে ইমনকে। একইদিন অনুষ্ঠিত হবে তাদের বৌভাত।

এ সম্পর্কিত আরও খবর