সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সন্তানদের নিয়ে কাটানো নানা মুহূর্ত ও ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেন থাকেন হৃতিক রোশন। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি দুই সন্তান ঋহান-ঋধান ও পরিবারের আরও কয়েকজন সদস্যকে নিয়ে ট্র্যাকিংয়ে গিয়েছিলেন বলিউডের এই সুপারস্টার।জঙ্গলের মাঝে দাঁড়িয়ে সকলের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন হৃতিক। যেখানে সকলকেই বেশ আনন্দিত দেখাচ্ছে।
হৃতিক এখন ব্যস্ত রয়েছেন ‘ফাইটার’ ছবির কাজ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।