আলিবাগের দ্য ম্যানসন হোটেলে গত ২৪ জানুয়ারি ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২৬ জানুয়ারি মুম্বাই ফিরেছেন বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালাল।
তবে মুম্বাইয়ে আসার জন্য আকাশপথ নয়, নদীপথকে বেছে নিয়েছিলেন নব-দম্পতি।এসময় বরুণ ধাওয়ান পরেছিলেন লাল রঙের কুর্তা। আর নাতাশা দালালের পরনে ছিলো সালোয়ার কামিজ।
মুম্বাই ফেরার পর হাতে হাত রেখে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে নব-দম্পতিকে।
শোনা যাচ্ছে, আগামী ২ ফেব্রুয়ারি এক জমকালো রিসিপশনের আয়োজন করবে বরুণ ধাওয়ান। যেখানে উপস্থিত থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকারা।