দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ-ঐন্দ্রিলার। এমনকি প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোনো রাখঢাক করেননি তারা। তবে তারা কবে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে, গত নভেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা মুধুরিমার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অনির্বাণ। নব-দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অঙ্কুশ লিখেছিলেন, “তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।”
অঙ্কুশের এই পোস্টের পর তাদের বিয়ের গুঞ্জন যেনো আরও জোরালো হয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার দুই তারকা জানান, ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাদের। আর বিয়েটা বাঙালি রীতি মেনেই বিয়ে করার ইচ্ছে রয়েছে। সাজেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। তবে রিসেপশনে গাউন পরতে চান ঐন্দ্রিলা।
এদিকে, কিছুদিন আগেই নতুন অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। যার সামনে নিজের ও ঐন্দ্রিলার নামের বোর্ডও লাগিয়েছেন। অঙ্কুশ জানান, বর্তমানে দুই পরিবার একসঙ্গেই থাকে। এখন শুধু তারিখটা ঠিক করার অপেক্ষা।
আগামী ১২ তারিখ মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রথম ছবি ‘ম্যাজিক’। মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রকাশ ছবিটির প্রথম গান।