‘বাহুবলী’র সাফল্যের পর ফের ধামাকা নিয়ে হাজির হতে যাচ্ছেন পরিচালক এসএস রাজামৌলি। আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় এই নির্মাতার নতুন ছবি ‘ট্রিপল আর’।
‘ট্রিপল আর’-এ অভিনয় করেছেন আলিয়া ভাট। এই ছবিটির মধ্য দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন আলিয়া। ছবিতে বলিউডের এই অভিনেত্রীর পাশাপাশি আরও রয়েছেন জুনিয়র এনটিআর, রামচরণ ও অজয় দেবগণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্রিপল আর’-এর মুক্তির তারিখ ঘোষণা দিয়ে আলিয়া ভাট লিখেছেন- “তৈরি হয়ে যান ‘ট্রিপল আর’-এর জন্য। আগামী ১৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।”
শোনা গেছে, এই দুই নায়কের শুধু শুরুর দৃশ্যের জন্যই নাকি ৪০ কোটি রুপি ব্যয় করা হয়েছে! স্বাধীনতা সংগ্রামী অল্লুরি সীতারাম এবং কোমারাম ভীমের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে অল্লুরি সীতারামের চরিত্রে রামচরণ এবং কোমারাম ভীমের ভূমিকায় জুনিয়র এনটি আরকে দেখা যাবে। তামিল ও তেলেগু ভাষায় নির্মিত ছবিটি মালয়ালাম ও হিন্দি ভাষায় ডাবিং করা হবে।