যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দুই বছর পর রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’র ব্যর্থতার পর এটি হচ্ছে কিং খানের নতুন ছবি। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ‘পাঠান’ ছবির লুক ভাইরাল হয়েছিলো। এবার সেই একই লুকে আরও একবার দেখা পাওয়া গেলো বলিউড বাদশাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘পাঠান’ লুকের সেই ছবি নিজেই পোস্ট করেছেন শাহরুখ খান। সেই লুকে পোল খেলতে দেখা গেছে ৫৫ বছর বয়সী এই তারকাকে।
ইতিমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘পাঠান’-এর শুটিং। এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
শোনা যাচ্ছে- যশরাজ ফিল্মসের ৫০তম প্রতিষ্ঠাতাকে সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।