বরুণ-নাতাশার ওয়েডিং ভেন্যু

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:18:20

ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বরুণ ধাওয়ান। এ খবর প্রকাশ্যে আসতেই হবু এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাদের ভক্ত, বন্ধু ও সহকর্মীরা।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

আগামী ২৪ জানুয়ারি সাত জনমের বন্ধনে বাঁধা পড়তে যাচ্ছেন বরুণ-নাতাশা।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

জানা গেছে- তাদের বিয়েতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধু মিলে উপস্থিত থাকবে মোট ৫০ জন অতিথি।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

বরুণ-নাতাশার বিয়ের সকল আনুষ্ঠানিকতা হবে আলিবাগে এমনটা আগেই ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু আলিবাগের কোথায় সেটি ছিলো অজানা।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

সম্প্রতি জানা গেছে- আলিবাগের ‘দ্য ম্যানসন হাউজ’ নামক একটি রিসোর্টে হতে যাচ্ছে বরুণ-নাতাশার বিয়ের সকল রিচ্যুয়াল। যেটি কিনা সাসাওয়ানে বিচ থেকে মাত্র এক মিনিটের দূরত্বে অবস্থিত।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন ও সারি সারি পাম গাছে ঘেরা রিসোর্টটি ছোটখাটো একটি ওয়েডিং অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। সেই সঙ্গে রয়েছে পুলও।

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

বিয়ের আনুষ্ঠানিকতার জন্য পরিবার নিয়ে এরইমধ্যে আলিবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। 

‘দ্য ম্যানসন হাউজ’ রিসোর্ট

 

এ সম্পর্কিত আরও খবর