করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওপার বাঙলার অভিনেত্রী লিলি চক্রবর্তী। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। দু’দিন আগে এমনটাই তথ্য প্রকাশ করেছিলো ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে লিলি চক্রবর্তীকে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
দীর্ঘ সময় পর কাজে ফিরেছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী। ‘বৃদ্ধাশ্রম টু’-এর শুটিং শুরু করছিলেন তিন। সেই সময় হঠাৎ জ্বর আসে তার। জ্বরের পরিমাণ প্রায় ১০১ হয়ে গেলে চিকিত্সকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। এরপর সেই রিপোর্ট পজিটিভ আসে।