কারিনা কাপুর খান ও শহিদ কাপুরের প্রেমের সম্পর্কের কথা কারও অজানা নয়। তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু হঠাৎ ভেঙে যায় সেটি। তবে কারণ আজ পর্যন্ত অজানা।
কারিনার সঙ্গে প্রেমের পাট চুকে যাওয়ার পর অনেক নারীর সঙ্গেই জড়িয়েছে শহিদ কাপুরের নাম। কিন্তু বলিউডের এই অভিনেতা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দিল্লির মেয়ে মীরা রাজপুতকে।
চমকপ্রদ তথ্য হলো- এবার শহিদপত্নি মীরাকে তার সাবেক প্রেমিকা কারিনা কাপুর খানের সঙ্গে তুলনা করলো নেটিজেনরা।
সম্প্রতি পরিবার নিয়ে অবকাশ যাপনের জন্য গোয়া গিয়েছেন মীরা রাজপুত। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন শহিদপত্নি। যার মধ্যে একটিতে অনেকটাই কারিনার মতো দেখা যাচ্ছে মীরাকে।
২০১৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শহিদ-মীরা। এরইমধ্যে দাম্পত্য জীবনের পাঁচ বছর পূর্ণ করেছেন তারা। মিশা ও জেইন নামে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।