‘কুলি নাম্বার ওয়ান’ ছবির কাজ নিয়ে দীর্ঘদিন ব্যস্ত ছিলেন সারা আলি খান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি। আর সেই হতাশা কাটাতেই সকল ব্যস্ততা থেকে বিরতি নিয়ে মালদ্বীপ ঘুরতে গিয়েছেন সারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মালদ্বীপ ভ্রমণের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সারা আলি খান। যেখানে নির্জন দ্বীপে সমুদ্রের ধারে দাঁড়িয়ে গোধূলির আলোয় ফ্লোরাল মনোকিনিতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বালিতে পায়ের পাতা এবং সান কিসড নাক।’
সারার সঙ্গে মালদ্বীপ সফরে আরও গিয়েছেন তার মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম খান।