সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবে অনেক আগেই জনপ্রিয়তা কুড়িয়েছেন তাহসান খান। এবার এক ভিন্ন পরিচয়ে সামনে আসতে যাচ্ছেন এই তারকা।
লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তাহসান খানের। আসন্ন বই মেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার প্রথম বই।
বইটির নাম রাখা হয়েছে ‘অনুভূতির অভিধান’। এটি প্রকাশ করতে যাচ্ছে অধ্যয়ন প্রকাশনী।
জানা গেছে- নিজের জীবনের উপলব্ধি নিয়েই বইটি লিখেছেন তিনি। যেখানে তার জীবনের ২০ থেকে ২৫টি গল্প থাকবে।