জনপ্রিয় পরিচালক-প্রয়োজক করণ জোহরের হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জানভি কাপুর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জানভিকে। এক এক করে দর্শকদের উপহার দিয়ে গেছেন বেশ কয়েকটি ছবি।
চমকপ্রদ তথ্য হলো- এবার বলিউড অভিষেক হতে যাচ্ছে, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন খুশির বাবা নির্মাতা বনি কাপুর।
মেয়ের বলিউড অভিষেক প্রসঙ্গে বনি কাপুর বলেন, “অভিনয়ের প্রতি আগ্রহ রয়েছে খুশির। শিগগিরই আপনার বিশেষ একটি ঘোষণা শুনতে পারবেন।”
তবে বাবার পরিচালিত ছবির মধ্য দিয়ে খুশি কাপুরের বলিউড অভিষেক হচ্ছে না বলেও জানিয়েছেন বনি কাপুর।
এখন খুশি কার হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন এবং তার বিপরীতে কে থাকেন এখন সেটিই দেখার অপেক্ষা।