করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে নানাভাবে অসহায়দের পাশে থেকেছেন সোনু সুদ। কখনও অভিবাসী শ্রমিকদের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে, কখনও ক্ষুদার্থের মুখে খাবার তুলে দিয়ে আবার কখনও বা টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে যেনো সকলের কাছে ‘মাসিহা’ হয়ে গিয়েছেন বলিউডের এই তারকা।
ক্রমেই বেড়ে চলছে সোনু সুদের প্রতি মানুষের মুগ্ধতা। তাইতো সোশ্যাল মিডিয়ায় তার নিত্যনতুন পোস্টের দিকে এখন নজর থাকে সকলের।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু সুদ। যেখানে দেখা যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে সেলাই মেশিনে বসে দক্ষ হাতে কিছু একটা সেলাই করছেন তিনি।
এর ক্যাপশনে মজা করে সোনু লিখেছেন- “এখানে বিনামূল্যে সেলাই করা হয়। কিন্তু প্যান্টের জায়গায় নিকার হয়ে গেলে সে গ্যারান্টি আমার নয়।”
ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই সোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, “আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আপনার কঠোর পরিশ্রম, অন্যের পাশে দাঁড়ানো আমাকে বরাবরই অনুপ্রেরণা জুগিয়েছে।”
কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সোনুর নতুন বই ‘আই অ্যাম নট দ্য মসিহা।’