করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রয়াত কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমি বসু। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- করোনা আক্রান্ত হওয়ার ফলে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে পৌলমির। কিছুটা দুর্বলতাও রয়েছেন।
গত বছর ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । ৪০ দিনেরও বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।
পরবর্তীতে প্লাজমা থেরাপির পর তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরে ১৫ নভেম্বর সোয়া ১২টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির শেষ ম্যাটিনি আইডল।