‘জয় বাংলাদেশ’ নিয়ে আসছে বেঙ্গল বয়েজ

সুরতাল, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 16:29:24

ব্যান্ড সঙ্গীতের আলোচনায় এখন বেঙ্গল বয়েজ। বয়স অবশ্য এখনো এক বছর হয়নি। নিজেদের প্রথম গান ‘ওরে বাটপার’ দিয়ে পথচলা শুরু। ইতোমধ্যে গানটি ফেসবুকে ৩৫ লাখেরও বেশি ভিউ হয়েছে।

দীপ্ত টিভিতে প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হচ্ছে বেঙ্গল ব্যান্ডের পরিবেশনায় মিউজিকাল লাইভ ‘বেঙ্গল বয়েজ ফিউশন স্টেশন’। অনুষ্ঠানে তারা নিজেদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের উপস্থাপন করে।

বাংলাদেশে প্রথম কোনো ব্যান্ডের নামে মিউজিকাল লাইভ করছে দীপ্ত টিভি। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার হিসাবে দেখা যায় অনুষ্ঠানটি বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মিউজিকাল লাইভ। সম্প্রতি তারা শেষ করেছে রেডিও টুডে ৮৯.৬ নামের জনপ্রিয় অনুষ্ঠান ‘বেঙ্গল বয়েজ স্টুডিও ৮৯৬’ শিরোনামের সিজন-১ পর্ব।

বেঙ্গল বয়েজ ব্যান্ডের সদস্য ছয় জন। যারা ১৫ বছর ধরে সংগীত ভুবনে পরিচিত মুখ হলেও ব্যান্ডের সূত্রে গাঁথলেন এই প্রথম। যন্ত্র সঙ্গীতের লিড গিটারে আছে অমিত ও সিফাত, বেইজ প্রিথিল, কিবোর্ড শিশির আর ড্রামস জিকো।

গায়ক নাইম মুর্তজা। যার হাত ধরেই গড়ে উঠেছে বেঙ্গল বয়েজ৷ জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী এই শিল্পী ও তার বেঙ্গল বয়েজ কাজ করছে ক্ল্যাসিকাল রক ঘরানা নিয়ে। বাংলাদেশে এ উগ্যোত একেবারেই নতুন।

ব্যান্ড দল প্রসঙ্গে গায়ক নাইম মর্তুজা বার্তা২৪.কম’কে জানান, সম্প্রতি নতুন দুটি মৌলিক গানের রেকর্ডিং শুরু করেছে তারা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তাদের গান ‘জয় বাংলাদেশ’ মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণে করবে।

এ সম্পর্কিত আরও খবর