ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আগামীকাল দুপুর ১টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিক ভাবে এ ফল প্রকাশ করবেন।
শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ‘খ’ ইউনিটের পরীক্ষা গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখকে কেন্দ্র করে এর আগে কয়েকবার মিথ্যা তথ্যও প্রচার হয়েছে।
‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫ হাজার ১৮জন।