শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরউদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার ড. নুরউদ্দীন আহমেদ বলেন, তিনি আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি সেটি উপাচার্য মহোদয়ের কাছে জমা দিয়েছি।
পদত্যাগ প্রসঙ্গে ড. আশিকুজ্জামান ভূঁইয়া জানান, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এই মুহূর্তে আমার পক্ষে অতিরিক্ত কোনও চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বিধায় প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।
এদিকে, মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান।
তিনি বলেন, আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। খুব দ্রুতই নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। ওইদিন থেকেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন আশিকুজ্জামান ভূঁইয়া।