ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইমরান আলী অর্ক (২৯) মারা গেছেন।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইমরান আলী অর্ক (২৯) বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। রংপুর জেলার কাউনিয়া উপজেলার মধুপুর গ্রামের ছেলে অর্ক পড়াশুনার পাশাপাশি সংগীত চর্চাও করতেন।
নিহতের বন্ধু শিহাব উদ্দিন ইনান বলেন, 'সকালে পেটে থেকে অসুস্থতা অনুভব হলে অর্ক সাভার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আসে। দুপুরের দিকে পুনরায় পেটে সমস্যা অনুভব করলে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে।'
শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ার কারণে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরী বিভাগের ডাক্তাররা অর্ককে আইসিউতে রাখার পরামর্শ দেয়। কিন্তু হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে আশপাশের প্রাইভেট হাসপাতালে আমরা খোঁজ নেওয়াকালেই অর্ক শেষ নিশ্বাস ত্যাগ করে।'
রোববার রাত ১১ টায় হাসপাতাল থেকে অর্কর মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য দোয়া-মোনাজাত করেন। এরপর মরদেহ নিজ বাড়ি রংপুরে নেওয়া হয়।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাবির সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।তিনি বলেন, 'অর্ক বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ ছিলো। সে সুন্দর গান করতো। তার এমন অবেলায় চলে যাওয়া সত্যি কষ্টদায়ক। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই তার মৃত্যুতে ব্যথিত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।'