রাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 00:06:29

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগামী ২০-২২ অক্টোবর এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে তিনটি পর্যায়ে এ চূড়ান্ত আবেদন সম্পন্ন হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা হতে যেসব শিক্ষার্থী 'এ' ইউনিটে আবেদন করবেন তাদের সর্বনিম্ন জিপিএ ৪.১৭ থাকতে হবে। এ তিনটি শাখা থেকে যেসব শিক্ষার্থী 'বি' ইউনিটে প্রাথমিক আবেদন করেছেন তারাই চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়া বিজ্ঞান শাখা হতে যেসব শিক্ষার্থী 'সি' ইউনিটে আবেদন করেছেন তাদের সর্বনিম্ন জিপিএ ৪.৫ ও একই ইউনিটের জন্য ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের সর্বনিম্ন জিপিএ ৪.২৫ এবং মানবিক শাখা হতে সর্বনিম্ন জিপিএ ৪.১৭ পাওয়া শিক্ষার্থী প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদন করতে পারবেন।


ভর্তি পরীক্ষায় ১০ শতাংশ অনলাইন সার্ভিস চার্জসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মোট ১৩২০ টাকা দিয়ে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন সম্পন্ন করবে। এছাড়া ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন এবং তৃতীয় পর্যায়ে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিটি পর্যায়ে চূড়ান্ত আবেদনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চলে। এতে ১ লাখ ৩৭ হাজার ৯০৩ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। এদের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ৭৬ জন, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৭৯৪ জন এবং ‘সি’ ইউনিটে ৫৬ হাজার ৩৩ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছেন। উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও বি ইউনিটে ৫ হাজার আবেদন কম পড়ায় তিনটি ইউনিটে মোট ৯১ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এ শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬০ নম্বর থাকবে এমসিকিউ। এজন্য ৫০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। এছাড়া ৪০ নম্বর থাকবে লিখিত। আর এতে ৪০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে ২০টি প্রশ্ন থাকবে। যার প্রতি প্রশ্নের মান থাকবে ২ নম্বর। প্রতিদিন দুই শিফট করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত প্রথম শিফট আর দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (http://admission.ru.ac.bd/undergraduate) এ ওয়েব সাইটে পাওয়া যাবে।

এ সম্পর্কিত আরও খবর