আদিবাসী গ্রাফিতি পুনর্বহালসহ ৬ দাবি বিক্ষুব্ধ নাগরিক সমাজের

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-19 18:17:49

পাঠ্য বই থেকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়া ও আদিবাসীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদে দেশের বিক্ষুদ্ধ নাগরিক সমাজ ৬টি দাবি জানিয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের উদ্দেশ্য এই সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

দাবিগুলো হলো:

১. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) কার্যালয়ের কাছে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদরত আদিবাসী জাতিগোষ্ঠীর নাগরিক ও শিক্ষার্থীদের উপর বর্বরোচিত
আক্রমনের দ্রুত উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে এই হামলার সঙ্গে যুক্ত সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।

২. গত ১৪ জানুয়ারী, ২০২৫ তারিখের হামলায় আহত সকল আদিবাসী শিক্ষার্থী ও নাগরিকদের সুচিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে।

৩. হামলার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে কোন বিশেষ মদদদাতা গোষ্ঠী সক্রিয় ছিল কিনা তাও দ্রুত শনাক্ত করে তাদের জবাবদিহিতা নিশ্চিতসহ জড়িতদের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে।

৪. পাঠ্যপুস্তকে আদিবাসীদের যথাযথ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কিত অধ্যায় যুক্ত করতে হবে।

৫. আদিবাসী শব্দযুক্ত যে গ্রাফিতি প্রত্যাহার করে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে কার্যত অসম্মানিত করার প্রচেষ্টা চালানো হয়েছে তার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষকে অভুত্থানের মূল নায়ক ছাত্র-জনতার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এং প্রত্যাহৃত গ্রাফিতি যথাস্থানে যথা মর্যাদায় পুনঃস্থাপন করতে হবে।

৬. স্বঘোষিত হামলাকারীদের পূর্বপরিকল্পিত হামলা প্রতিরোধে আইন শৃংখলার দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যরা কেন নীরব ছিলেন বা ব্যর্থ হলেন তার সুস্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যাও দেশবাসীকে সরকারের যথাযথ কর্তৃপক্ষেকে জানাতে হবে।

এ সম্পর্কিত আরও খবর