ছোটবেলা থেকেই পাখি পোষার প্রতি ঝোঁক ছিল পাখিপ্রেমী রিমনের। প্রথমে কবুতর দিয়ে শুরু করলেও ধীরে ধীরে বিদেশি পাখির প্রতি আগ্রহ বাড়ে তার। মাত্র ৬০০ টাকায় এক জোড়া পাখি দিয়ে শুরু করেছিলেন। এখন তার পাখি প্রজেক্টে সর্বোচ্চ পাখির দাম প্রায় ৪০ হাজার টাকা।