ট্রলারডুবিতে একমাত্র উপার্জকারী ব্যক্তির প্রাণহানী ও নিখোঁজের কারণে ঈদ উদযাপন করতে পারছে না ভোলার চরফ্যাশন উপজেলার জেলে পরিবারগুলো। সংসার চালানোই যেখানে অসাধ্য, সেখানে ঈদ রীতিমতোই দুঃস্বপ্ন তাদের কাছে। গত বছরও যারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছিলো, এবছর তাদের পরিবারে চলছে শুধুই কান্না।