তারুণ্যের উচ্ছ্বাস ও আনন্দের এই আয়োজনে মিশে আছে প্রীতি ও ভালোবাসা। বর্ণিল সাজে ও বাহারী সজ্জায় উজ্জ্বল চারপাশ। গানে গানে উচ্চারিত হয়েছে মৈত্রীর জয়গান। সম্প্রীতির বার্তা ছড়িয়েছে সম্মিলিত পদভারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুখরিত করেছে রাজনীতি বিজ্ঞানের র‌্যাগ ডে।