সচেতন হলে আমি-আপনিই এডিস মশা দূর করতে পারি। এডিস মূলত গৃহপালিত মশা। এর বিলোপে দরকার শুধু সচেতনতা আর যথাযথ পদক্ষেপ নেওয়া। কিভাবে এডিস মশা নিজের উদ্যোগে দূর করবেন সে বিষয়ে বার্তাটোয়েন্টিফোর.কম কথা বলেছে কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশারের সঙ্গে।